আড়শা: গোখরো ও অজগর উদ্দার সিরকাবাদ ও গৌরাদাগ বিরচালী এলাকা থেকে
Arsha, Purulia | Nov 20, 2025 গোখরো ও অজগর উদ্দার। বৃহস্পতিবার আড়ষা ব্লকের সিরকাবাদ গ্রামে থেকে একটি গোখরো ও গৌরাদাগ বিরচালী গ্রামের থেকে একটি অজগর সাপ উদ্ধার করল বন দপ্তর। আড়শা বন দপ্তরের এক আধিকারিক বলেন," স্থানীয় লোকজন খবর দিলে বন কর্মীরা গিয়ে উদ্ধার করে গভীর জঙ্গলে পুনরায় ছেড়ে দেওয়া হয়।