হীরবাঁধ: হিড়বাঁধ থানার উদ্যোগে শিশুদের স্বপ্নপূরণ, পুজো পরিক্রমায় ইন্দপুর থেকে খাতড়া
উৎসবের আনন্দে শিশুদের ‘পূজো পরিক্রমা’। শারদীয়ার উৎসব মানেই নতুন জামা, আলো ঝলমলে মণ্ডপ, থিমের বাহার আর প্রতিমা দর্শনের আনন্দ। কিন্তু গ্রামীণ প্রান্তিক এলাকার বহু শিশুর কাছে এ সবই থেকে যায় স্বপ্নের মতো। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিল বাঁকুড়া জেলা পুলিশ। মহা নবমীর সকালে হিড়বাঁধ থানার উদ্যোগে আয়োজিত হল বিশেষ কর্মসূচি “পুজো পরিক্রমা”। হিড়বাঁধ ব্লকের তিলকানালি গ্রামের প্রায় পঞ্চাশ জন শিশুকে নিয়ে পুলিশ ঘুরিয়ে দেখাল হিড়বাঁধ, ইন্দপুর ও খাতড়া থানা এলাকা