ধর্মনগর: জলেবাসা কাঞ্চনপুর রোড়ে মালবাহী অটো ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত বাইকে থাকা দুই যুবক
জলেবাসা কাঞ্চনপুর রোডে মালবাহী অটো ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত বাইকে থাকা দুই যুবক। তাদের প্রথমে কাঞ্চনপুর মহকুমার হাসপাতালে সেখান থেকে রেফার করা হয় ধর্মনগর জেলা হাসপাতালে। আহতরা হলো যথাক্রমে জিতেন্দ্র নাথ বাড়ি কাঞ্চনপুর শুকনাছড়া এলাকায়, সঞ্জয় দেবনাথ বাড়ি রামনগর এলাকায়।