বালি-জগাছা: জাল নোট সমেত গ্রেপ্তার বাবা ও ছেলে হাওড়া গোলাবাড়ি থানা এলাকা থেকে
জাল নোট সমেত গ্রেফতার বাবা ও ছেলে।হাওড়া বাসস্ট্যান্ড থেকে দুজনকে গ্রেফতার করে গোলাবাড়ি থানার পুলিশ।তাদের কাছ থেকে পাওয়া যায় দশ হাজার নকল টাকা।পুলিশ সূত্রে খবর ধৃতরা উত্তর ২৪ পরগনার বাসিন্দা সুমন মন্ডল(৪২) ও বাবু মন্ডল(২৪)।এরা হাওড়া বাসস্ট্যান্ড চত্তরে জাল পাঁচশো টাকার নোট ভাঙিয়ে জিনিস কিনছিলো।খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে।