রায়গঞ্জ: দেশজুড়ে নারী সুরক্ষার দাবিতে ১০ ডিসেম্বর রায়গঞ্জে অঙ্গীকার যাত্রা উপলক্ষে সাংবাদিক বৈঠক করোনেশন স্কুলে
দেশজুড়ে নারী সুরক্ষার দাবিতে ৯–১৬ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে অঙ্গীকার যাত্রা। তারই অংশ হিসেবে ১০ ডিসেম্বর রায়গঞ্জে এই যাত্রা হবে। রায়গঞ্জ করোনেশন স্কুলে সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি অপর্ণা বোস বলেন,নারীরা ক্রমাগত নিরাপত্তাহীনতায় ভুগছেন, কিন্তু বেশির ভাগ দোষীই শাস্তি পায় না,ফলে বাড়ছে অপরাধ। নির্ভয়া থেকে বাংলার অভয়া—সব ঘটনাই দেখায় যে নারীরা এখনও নিরাপদ নন। তাই ধর্ম-বর্ণ-রাজনীতি ভুলে সকল মহিলাকে এই অঙ্গীকার যাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানান