গত বছরের ২২ নভেম্বর রাতে বারুইপুর থানার পুলিশ বারুইপুর-ক্যানিং রোড এর কুড়ালি বাজার-এর কাছে নাকা চেকিং এর সময় দ্রুত গতিতে আসা একটি কালো আর্টিকা গাড়ি আটক করে এবং তার মধ্যে মহিলাসহ চার জনকে গ্রেপ্তার করে পুলিশ।গাড়ির ড্রাইভার গাড়ি থেকে পালিয়ে যায়।গাড়ি থেকে ১২০ কেজি ৭৬৭ গ্রাম গাঁজা, ও ১লক্ষ ৮৮ হাজার ১২০ টাকা নগদ ,একটি স্কুল ব্যাগ, একটি লেডিস ব্যাগ এবং একটি মোবাইল ফোন পুলিশ উদ্ধার করে । অভিযুক্তদের বিরুদ্ধে NDPS ধারায় মামলা দায়ের হয়।