ক্যানিং ১: ঘন ঘন লোড শেডিংয়ের জেরে অন্ধকারে ক্যানিং মহকুমা হাসপাতাল
ঘনঘন বিদ্যুৎ বিপর্যয়ের সমস্যায় ক্যানিং মহকুমা হাসপাতালের রোগী থেকে চিকিৎসক সকলেই। লোডশেডিং হলেই জেনারেটর চালু হতে বেশ কিছু সময় কেটে যায় আর সেই সময় ঘন অন্ধকারে ঘিরে থাকে ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বর। সমস্যার কথা বারবার জানিও সমাধান কিছুই হয়নি। শনিবার ও রাত্রি সাড়ে নটা নাগাদ একই ঘটনার কোনো ব্যক্তি ঘটলো ক্যানিং মহকুমা হাসপাতালে।