কুলতলি: ভুবনেশ্বরী স্কুল মোড় সংলগ্ন আইলা বাঁধ আর সেখানেই পর্যটন কেন্দ্র গড়ে উঠতে পারে এমনই দাবি পরিবেশ কর্মীর
কুলতলির মৈপিঠ কোষ্টাল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের ভুবনেশ্বরী স্কুল মোড় সংলগ্ন আইলা বাঁধ এলাকায় প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। আর সেখানেই পর্যটন কেন্দ্রে গড়ে উঠতে পারে এমনই দাবি জানালেন পরিবেশকর্মী প্রবীর মিশ্র। তিনি কি জানাচ্ছেন শুনুন তারই মুখ থেকে