বড়ঞা: রাত্রের অন্ধকারে অঘটন! বাথরুম করতে গিয়ে প্রাণ হারালেন ঘাসিযারা গ্রামের পৌঢ়া
বড়ঞা থানার ঘাসিয়ারা গ্রামে ঘটল এক মর্মান্তিক ঘটনা। বাড়ির পাশে থেকে উদ্ধার হল এক পৌঢ়ার নিথর দেহ। এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। মৃতের নাম ধানু বালা পাল (৫৩)। শুক্রবার দুপুরে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার রাত্রে বাথরুম করার উদ্দেশ্যে বাড়ির বাইরে গিয়েছিলেন তিনি। কিন্তু দীর্ঘক্ষণ কেটে গেলেও আর ঘরে ফেরেননি ওই পৌঢ়া। পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করলে সকালে বাড়ির পাশেই তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন।