কাঁকসা: মাধবমাঠের কাছে জাতীয় সড়কের সার্ভিস রোডের পাশে নয়নজুলিতে উল্টালো ট্যাঙ্কার,আহত ২
নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টালো ট্যাঙ্কার।ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে কাঁকসা মাধবমাঠ সংলগ্ন পানাগড় বাইপাসের সার্ভিস রোডে।দুর্ঘটনার পর থেকে ট্যাংকারের চালক ও খালাসীর দেখা পাওয়া যায় নি।ট্যাঙ্কার টি ভুল পথে সার্ভিস রোড ধরে আসছিল।কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়দের অনুমান।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে সকাল ১১ নাগাদ দুটি ক্রেন ও দুটি হাইড্রা ক্রেনের সাহায্যে ট্যাঙ্কার কি কে উদ্ধার করার চেষ্টা চালায়।