বাংলাদেশে গরু পাচারের আগেই দিঘলটারী সীমান্তে ১১ টি গরু সহ গ্রেফতার দুই ব্যক্তির তিন দিনের পুলিশি হেফাজত। সোমবার বিকেল ৪ টা নাগাদ দিনহাটা আদালত সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশে গরু পাচারের অভিযোগে আসাম ,ধুবড়ী ,গৌড়ীপুর, বড়াই বাড়ী এলাকার জামাল উদ্দিন শেখ ও শালমারা মধ্য মশাল ডাঙ্গা এলাকার জাইনাল শেখ ওরফে জয়নাল শেখ । নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করে দ