বর্ধমান ১: মহিলাকে কাস্তে দিয়ে কোপানোর অভিযোগে শ্রীমানপুর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল জামালপুর পুলিশ
ধৃতের নাম দিলীপ মালিক। জামালপুর থানার শ্রীমানপুরে তার বাড়ি। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে শুক্রবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতের আইনজীবী পার্থ হাটি জামিনের সওয়ালে তদন্তকারী অফিসার চয়ন নিয়ে প্রশ্ন তোলেন। ধৃতের আইনজীবী বলেন, তদন্তকারী অফিসার একজন শিক্ষানবীশ। সাব-ইন্সপেক্টর পুলিশ রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী তাঁর এ ধরণের মামলার তদন্ত করার এক্তিয়ার নেই। সে কারণে গ্রেপ্তারির ক্ষেত্রে আইনি ত্রুটি রয়েছে।