আড়শা: মাদকবিরোধী সচেনতার বার্তা মিছিল করে সুসংহত শিশু বিকাশ প্রকল্পের কর্মীরা সিরকাবাদ গ্রামে
Arsha, Purulia | Dec 4, 2025 মাদকবিরোধী সচেতনতায় রাস্তায় নামলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। বৃহস্পতিবার আড়ষা ব্লকের সুসংহত শিশু বিকাশ প্রকল্পের কর্মীরা নেশা মুক্ত ভারত অভিযান–এর অংশ হিসাবে এই কর্মসূচির আয়োজন করেন। সিরকাবাদ গ্রাম এলাকার বিভিন্ন পথে ঘুরে সচেতনতার বার্তা দেন তাঁরা। অংশগ্রহণকারী মহিলারা প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সতর্ক করেন। নেশার কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ বলে জানান দপ্তরের এক আধিকারিক।