রজত জয়ন্তী বর্ষে সারম্বরে পালিত হচ্ছে ইটাহারের দুর্গাপুর অঞ্চলের দুর্গাপুর বালিকা বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে শুক্রবার অনুষ্ঠানের সূচনা হয়। তবে শনিবার দ্বিতীয় তথা শেষ দিনের অনুষ্ঠানে উপস্থিত হন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। জানা গিয়েছে, লোক সংস্কৃতিকে তুলে ধরতে দুই দিনের অনুষ্ঠানে বাইল, ভাওয়াইয়া, মানব পুতুল, গম্ভীরা সহ বিভিন্ন সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি স্কুল পড়ুয়ারাও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।