রাজ্যজুড়ে যখন এস আই আর বিতর্ক তখন করিমপুর বিধানসভার করিমপুর ২ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে বিশেষ SIR আলোচনা সভা করা হলো। বৃহস্পতিবার সন্ধ্যায় এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা, করিমপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ২ নম্বর ব্লক সভাপতি সৌমেন বিশ্বাস, করিমপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সাজেজুল হক সহ অন্যান্য নেতৃত্ব। বৃহস্পতিবার রাত আটটা নাগাদ সেই ছবিই উঠে এলো।