কালচিনি: জয়গাঁ সুপারমার্কেট থেকে বৌবাজার ভুটান গেট গামী সড়ক শীঘ্র তৈরি হচ্ছে, জানালেন জেডিএ চেয়ারম্যান
কালচিনি ব্লকের জয়গাঁ সুপারমার্কেট থেকে বৌবাজার ভুটান গেট গামী সড়ক শীঘ্র তৈরি হচ্ছে। প্রায় তিন কোটি বিরানব্বই লক্ষ টাকা ব্যায়ে এই আন্তজাতিক সড়ক কাজ শুরু হচ্ছে, ইতিমধ্যে টেণ্ডার কাজ হয়ে গিয়ছে খুব সম্ভবতঃ আগামী মাস থেকে নির্মাণ কাজ শুরু হবে। বৃহস্পতিবার জয়গাঁ ডেভলপমেন্ট অথরিটি অফিসে সাংবাদিক সম্মেলন করে একথা জানান জয়গাঁ ডেভলপমেন্ট অথরিটি চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা।