বহরমপুর: শহরবাসে নিরাপত্তা জোরদার করতে রাতভর টহলদারি বহরমপুর থানার পুলিশ প্রশাসনের শহরের আনাচে-কানাচে
বহরমপুর শহর বাসের নিরাপত্তা আরো জোরদার ও সুনিশ্চিত করতে রাতভর কড়া নজরদারি চালানো বহরমপুর পুলিশ। বহরমপুর শহরের রানীবাগান ইন্দ্রপ্রস্থ মাছ মারা বিলদার, ব্যারাক স্কয়ার গোরাবাজার স্বর্ণময়ী কাশিমবাজার সহ একাধিক এলাকায় চালানো হয় কড়া নজরদারি