হলদিবাড়ি: নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে নেতার বাড়িতে বসে এসআইআর এ-র ফর্ম বিলি নিয়ে সরগরম হলদিবাড়ি
নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে নেতার বাড়িতে বসে এসআইআর এ-র ফর্ম বিলি নিয়ে সরগরম হলদিবাড়ি। বৃহস্পতিবার দুপুরে সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে শাসক বিরোধী দুই দলেই একে অপরের দিকে অভিযোগ তুলছেন। অভিযোগ ক্ষতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হলদিবাড়ির বিডিও রেঞ্জি লামু শেরপা। বিজেপির হলদিবাড়ি টাউন মন্ডলের সভাপতি প্রদীপ সরকার জানান, "বিএলও'রা হলদিবাড়ি শহরের বিভিন্ন বুথে বসে ফর্ম বিলি করছেন। আর সেখানে তৃণমূলের তরফে ব্যানার টাঙ্গিয়ে শিবির খোলা হয়েছে।"