চণ্ডীতলা ১: সাংসদ তহবিলের ৩ লক্ষ ৪৫ হাজার টাকা ব্যয়ে কুমিরমোড়া GP-তে পুকুর বাঁধাই ও ঢালাই রাস্তার উদ্বোধন সাংসদ কল্যাণ ব্যানার্জির
সাংসদ তহবিলের ৩ লক্ষ ৪৫ হাজার টাকা ব্যয়ে চণ্ডীতলার কুমিরমোড়া গ্রাম পঞ্চায়েতের মদিনানগর আসাহাবুস মাদ্রাসার পুকুর বাঁধাই ও ঢালাই রাস্তার উদ্বোধন করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। রবিবার দুপুর ৩টে নাগাদ এই উদ্বোধন করা হয়। সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন ডানকুনি পৌরসভার পৌরপ্রধান হাসিনা শবনম, হুগলি জেলা পরিষদের শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জিসহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা।