খড়গপুর ১: খড়্গপুর শহরের ০২, ২২, ২৩ এবং ২৬ নম্বর ওয়ার্ডের বাংলার ভোট রক্ষা শিবিরের পর্যবেক্ষণে প্রাক্তন ও বর্তমান পৌরপ্রধান
খড়গপুর শহরের ২, ২২, ২৩ এবং ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূলের এসআইআর সহায়তা কেন্দ্র বা বাংলার ভোট রক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এদিন এই সমস্ত ওয়ার্ডের ভোট রক্ষা শিবির গুলোতে দেখা যায় বহু মানুষ আসছেন বিভিন্ন সহায়তা পেতে। এদিন সন্ধ্যা সাতটা থেকে রাত্রি প্রায়ই নটা পর্যন্ত এই বিভিন্ন ওয়ার্ডে তৃণমূলের এসআইআর ক্যাম্পে পরিদর্শন করেন খড়্গপুরের প্রাক্তন পৌর প্রধান প্রদীপ সরকার এবং বর্তমান পৌর প্রধান কল্যাণী ঘোষ।