স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাসপুরের বকুলতলা এলাকায় একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে রাস্তায় ছিটকে পড়েন মোটরসাইকেল আরোহী। দুর্ঘটনায় মোটরবাইকটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং প্রাইভেট কারের সামনের অংশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটি ঘটেছে বুধবাধ সন্ধ টা নাগাদ, খবর পেয়ে দাসপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত বাইক আরোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যায়।