রাজগঞ্জ: মুষলধারে বৃষ্টি এসে তিস্তার জল বেড়ে গিয়ে বাসুসুবা এলাকায় ২০ থেকে ২৫ হাজার মানুষ জলবন্দী হয়ে পড়ল,বিপাকে বাসিন্দারা
রাতভর মুষলধারে বৃষ্টি এসে তিস্তার জল বেড়ে গিয়ে রবিবার সকাল থেকে ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা গ্রামপঞ্চায়েত এলাকায় মোট ৬০০০ পরিবারের প্রায় ২০ থেকে ২৫ হাজার বাড়ি জজলবন্দী হয়ে পড়ল। এরমধ্যে রয়েছে বাসুসুবা এলাকার উত্তর বাসুসুবা, কেরানি পাড়া, মাস্টার পাড়া সাঙ্গোপাড়া। জানা গিয়েছে বিকেল পাচটা পর্যন্ত জল বেড়েই চলেছে। এদিন বিকেলে ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় তিনি বাসুসুবার বিভিন্ন এলাকায় গিয়ে বন্যাদুর্গত পুরিবারদের সাথে দেখা করেন।