সল্টলেকে আই প্যাক অফিসে ইডি হানার প্রতিবাদে মূখ্যমন্ত্রী তথা দলের নেত্রী মমতা ব্যানার্জি নিদের্শ বৃহস্পতিবার বিকেল চারটে থেকে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হল হাড়োয়া ব্লক ১তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। ধিক্কার মিছিল শুরু হয় হাড়োয়া ব্লকের ধর্মতলা মোড় থেকে সম্পাত্ত হয় কেরালা মোড়ে। উপস্থিত ছিলেন হাড়োয়া ব্লক ১ তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সফিক আহমেদ, পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা মাহালী, সিরাজুল ইসলাম,সিরাজ গাজী, ওয়াসিফ উদ্দিন সুমন সহ একাধিক ব্লক নেতৃত্ব এবং