শীতলকুচি: শীতলকুচি বিধানসভায় বি এল এ দের নিরপেক্ষভাবে কাজ করতে দিচ্ছে না তৃণমূল লিখিত অভিযোগ বিডিও কে
বুধবার শীতলকুচির বিডিওকে লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি বিধায়কের ।বিধায়কের দাবি বিজেপির বুথ লেভেল এজেন্টদের (বিএলএ) বুথে যেতে তৃণমূল কর্মীরা বাধা দিচ্ছেন— এমনই গুরুতর অভিযোগ তুললেন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মন। তাঁর দাবি, বিভিন্ন এলাকায় বিজেপির বিএলএদের ভয় দেখানো হচ্ছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করছেন।