লালগোলা: প্রতিবন্ধী দিবসের আগে দাবি আদায়ে প্রতিবন্ধীদের র্যালি—ভাতা ১ হাজার থেকে ৫ হাজার করার আর্জি, লালগোলায় বিক্ষোভের প্রস্ত
লালগোলা, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫: আগামী তেসরা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস। সেই দিন কলকাতার রানী রাসমণি রোডে বৃহত্তর বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন প্রতিবন্ধীরা। তার আগেই দাবি আদায়ে আজ লালগোলায় র্যালিতে সামিল হলেন এলাকার বহু প্রতিবন্ধী ব্যক্তি। তাঁদের মূল দাবি—বর্তমানে যে ১ হাজার টাকা প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়, তা বাড়িয়ে কমপক্ষে ৫ হাজার টাকা করতে হবে, কারণ এখনকার দিনে এক হাজার টাকায় নিত্যপ্রয়োজনীয় কোনও খরচই মেটানো সম্ভব নয়। র্যালিতে অংশগ্রহণকারীর