কাঁকসা: ১৫ তম বর্ষে পদার্পন করলো রাজবাঁধ ত্রিবর্ন সংঘের কালি পুজো,এখানে দেবী কালি ২১ফুটের
১৫ তম বর্ষে পদার্পণ করল কাঁকসার রাজবাঁধ ত্রিবর্ন সংঘ ক্লাবের কালীপুজো। এবছর এই পুজোর মূল আকর্ষণ দেবীর উচ্চতা। এবছর ২১ ফুট উচ্চতার দেবীর মূর্তি তৈরি করা হয়েছে। অন্যান্য বছর থিমের মন্ডপ তৈরি হলেও। এবছর লোকসংস্কৃতিকে তুলে ধরার জন্য পুরুলিয়ার ছৌ নাচের আয়োজন করা হয়। এছাড়াও নানান সংস্কৃতি অনুষ্ঠানের পাশাপাশি এলাকার মানুষকে আনন্দ দিতে আতশবাজি প্রদর্শনেরও আয়োজন করা হয়েছে পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে।