ঝাড়গ্রাম: টেঙিয়াতে ভ্রাম্যমান চিকিৎসা যানের শিবির পরিদর্শনে মন্ত্রী বীরবাহা হাঁসদা
রাজ্যের প্রান্তিক এলাকায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত চিন্তা ভাবনায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র তথা চিকিৎসা যান। গ্রাম বাংলার প্রান্তিক এলাকায় পৌঁছে ভ্রাম্যমান চিকিৎসা যানের সাহায্যে চলছে স্বাস্থ্য শিবির। মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম ব্লকের সাপধরা গ্রাম পঞ্চায়েতের টেঙিয়া এলাকায় স্বাস্থ্য শিবির পরিদর্শন করে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা ।