করিমগঞ্জ: নীলামবাজারে পুলিশ অভিযান চালিয়ে ৪৫.৯৬ গ্রাম হেরোইন উদ্ধার সব ১ জনকে গ্রেপ্তার করে পুলিশ
নীলামবাজারে পুলিশ অভিযান চালিয়ে ৪৫.৯৬ গ্রাম হেরোইন উদ্ধার সব ১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার পুলিশ দেওয়া তথ্য অনুযায়ী জানা গেছে,অ্যান্টি-নারকোটিক্স অভিযানে পুলিশের সাফল্য। শ্রীভূমি পুলিশ কর্তৃক পরিচালিত অ্যান্টি-নারকোটিক্স অভিযানে বড় সাফল্যে ধরা পড়েছে। নীলামবাজার থানার অন্তর্গত এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৪৫.৯৬ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়। একইসঙ্গে ঘটনাস্থল থেকে ১টি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। এই ঘটনায় পুলিশ ১জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছ।