ফরিদপুর দুর্গাপুর: বিবাহ বহির্ভূত সম্পর্কে খুন গৃহবধূ! গোপন নাম্বারেই ফাঁস হল খুনির চক্রান্ত, DCP অফিসে সাংবাদিক বৈঠক
বিবাহ বহির্ভূত সম্পর্কে খুন গৃহবধূ! গোপন নাম্বারেই ফাঁস হল খুনির চক্রান্ত। ফরিদপুর থানার রাঙ্গামাটি এলাকার গৃহবধূ আলিয়া বিবি—যিনি ১৬ আগস্ট থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন—শেষমেশ মেলে পচাগলা মৃতদেহ। ৩১ আগস্ট তুস্কুটি এলাকার একটি কুয়ো থেকে উদ্ধার হয় তাঁর দেহ। পুলিশ সূত্রে খবর, প্রেমঘটিত দ্বন্দ্বেই ঘটে গিয়েছিল এই নৃশংস খুন। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতালে। প্রাথমিক তদন্তে প্রথমে ধরা পড়ে আলিয়ার এক প্রেমিক শেখ লালন।