মুরারই ২: দাঁতুড়া SSK স্কুলে আয়োজিত হল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি
রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঘোষণা মতো।গত মাসের ২ আগস্ট শনিবার থেকে শুরু হল গোটা রাজ্যজুড়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি।সেই মতো আজ 20 সেপ্টেম্বর শনিবার সকাল থেকে। মুরারই২ নম্বর ব্লকের অন্তগত মিএপুর অঞ্চলের দাঁতুড়া S,S,K স্কুলে আয়োজিত হলো। আমাদের পাড়া আমাদের সমাধান শিবির।এদিন সকাল থেকে শিবির খুলতেই , শিবিরে উপস্থিত হন মুরারই২ পঞ্চায়েত সমিতির সভাপতি মোকাম্মেল হোসেন,মিএপুর অঞ্চলের উপপ্রধানের প্রতিনিধি শোভন মুখার্জী।