নবদ্বীপ: কুঁজোরও চিৎ হয়ে শোয়ার ইচ্ছে হয়',চর-মাজদিয়ায় পথসভায় বিজেপির নাম না করে কটাক্ষ জেলা তৃণমূল নেতার
Nabadwip, Nadia | Nov 16, 2025 রবিবার সন্ধ্যায় বাংলা ও বাঙালি বিরোধী বিজেপি ভারত ছাড়োর দাবিতে চর-মাজদিয়া বাজার সংলগ্ন এলাকায় এক পথসভার আয়োজন করে CMCB অঞ্চল তৃণমূল কংগ্রেস,সেখানেই বক্তব্য রাখতে গিয়ে নদীয়ার দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা নাম না করে নবদ্বীপ সহ জেলা জুড়ে বিজেপির বিজয় মিছিলকে কটাক্ষ করে বলেন,কুঁজোরও চিৎ হয়ে শোয়ার ইচ্ছে হয়,এদিন বিমান বাবু ছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূলের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ।