চাঁচল ১: উচ্ছেদ রুখতে ১৫ লক্ষ টাকা দাবি! তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
দীর্ঘ পাঁচ দশক ধরে এক এলাকায় বসবাস করেও অবশেষে উচ্ছেদের মুখে পড়েছেন কয়েকটি পরিবার। অভিযোগ, এবার সেই উচ্ছেদ রুখতে ১৫ লক্ষ টাকা ঘুষ দাবি করেছেন তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার সামসী এলাকায়। গোটা ঘটনা নিয়ে মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা। টাকা যাবার অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর।