চাপড়া: শিকড়া রানাবন্দে নৌকা বাইচ প্রতিযোগিতা ঘিরে  এলাকার মানুষের উৎসাহ উন্মাদনা, উপস্থিত বিধায়ক রুকবানুর রহমান
Chapra, Nadia | Oct 30, 2025 চাপড়া বিধানসভার শিকড়া রানাবন্দে আমরা কজন ক্লাবের পরিচালনায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। গ্রাম বাংলার অন্যতম জনপ্রিয় খেলা নৌকা বাইচ প্রতিযোগিতা। জেলা এবং জেলার বাইরের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দল অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতাকে ঘিরে এলাকার মানুষের উৎসাহ উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।  এদিন এই প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রূকবানুর রহমান, চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুকদেব ব্রহ্মসহ অন্যান্যরা।