ধর্মনগর: হিতসাধনী কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেড রাজবাড়ী সমিতির কনফারেন্স হলে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়
ধর্মনগর রাজবাড়ী স্থিত হিতসাধনী কো অপারেটিভ মার্কেটিং সোসাইটি লিঃ -এর সমিতির কনফারেন্স হলে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, সহসভাধিপতি ভবতোষ দাস, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপার্সন মিতালী রানী দাস সেন সহ অনান্য নেতৃত্বরা।