ঝালদা দু'নম্বর ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে আজকে এলাকার চাষীদের সরিষা ও অন্যান্য তৈলবীজ চাষের পদ্ধতি নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হল মুর্গুমা এলাকাতে । এই প্রশিক্ষণ শিবিরে ব্লক কৃষি দপ্তরের ADA, ব্লক টেকনোলজি ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার সহ অন্যরা উপস্থিত ছিলেন ।