রতুয়া ১: মহাষ্টমীর পূর্ণ তিথিতে মহানন্দাটোলা এলাকার পূজা মন্ডপ গুলো পরিদর্শন করলেন বিধায়ক
Ratua 1, Maldah | Sep 30, 2025 মঙ্গলবার মহা অষ্টমীর দিনটিকে মাথায় রেখে মহানন্দাটোলা এলাকার দূর্গা পূজা মন্ডপগুলি পরিদর্শন করলেন বিধায়ক সমর মুখার্জি। উৎসবের দিনগুলিতে কি ধরনের আয়োজন করা হয়েছে উদ্যোক্তাদের তরফে সেগুলি পরিদর্শন করলেন এবং উদ্যোক্তাদের সাথে কথা বলার পাশাপাশি বিভিন্ন প্রান্তের মালয়েশিয়া পূজা মন্ডপে আসছে তাদের সাথেও কথা বললেন বিধায়ক। সর্বস্তরের মানুষের সহযোগিতায় সুষ্ঠুভাবে উৎসবের দিনগুলি সম্পন্ন করতে করা যায় তার বার্তা রাখলেন।