বরজোড়া: DTOA উদ্যোগে চলতি বছরের বিচারে বড়জোড়া থানা প্রথম হওয়ায় শারদ সম্মান তুলে দিলেন বিধায়ক
দুর্লভপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এর উদ্যোগে চলতি বছরের বড়জোড়া থানার প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান আধিকারিক পূজা কমিটির হাতে শারদ সম্মান তুলে দেওয়া হল । এই সংস্থার তরফে জানানো হয়েছে মহানবমীর সন্ধ্যায় তাদের বিচারে প্রথম স্থান আধিকারিক বড়জোড়া থানা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। আজ বড়জোড়া তৃণমূল বিধায়ক অলোক মুখার্জী শারদ সম্মান তুলে দেন।