রাজনগর: শহীদ কমরেড নন্দলাল মিস্ত্রির স্মরণে রাজনগরের ভবানীপুরে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে ভিড়
রাজনগরের ভবানীপুর অঞ্চলের নতুনগ্রামে শহীদ কমরেড নন্দলাল মিস্ত্রির স্মরণে রবিবার দুপুর একটা নাগাদ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হল। বাম নেতা নন্দলাল মিস্ত্রি ২০০৮ সালে মাওবাদীদের হাতে খুন হন বলে অভিযোগ। সিপিআইএম রাজনগর এরিয়া কমিটির উদ্যোগে এবং পিপলস্ রিলিফ কমিটির সহযোগিতায় বিনামূল্যে এই স্বাস্থ্য পরীক্ষার শিবিরে এলাকার দুস্থ ও দরিদ্র মানুষেরা বিনামূল্যে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করালেন।