বক্রেশ্বর প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হলো একদিনের খাদ্য মেলা। তৃতীয় বছরে পদার্পণ করা এই মেলায় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা অংশ নেয়। মোট ৩২টি খাবারের স্টলে ৫৫ জন পড়ুয়া নিজেদের তৈরি নানা খাবার বিক্রি করে। তালিকায় ছিল চিকেন বিরিয়ানি, চিকেন পকোড়া, মোমো, পিঠে-পুলি, দই বড়া, ফুচকা সহ নানা পদ। ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতিতে মেলায় ছিল চোখে পড়ার মতো ভিড় এবং বিক্রিবাটাও ছিল বেশ ভালো।