রানাঘাট ১: বৃক্ষ রোপনের ডাক দিয়ে পূজা মণ্ডপ কে অরণ্যের রূপ দিয়ে সাজিয়ে তুললো রামনগর নব জাগরণ সংঘ ও লাইব্রেরি পূজা কমিটি
সারা পৃথিবী জুড়ে বাড়তে থাকা উষ্ণতার প্রধান কারন যথেচ্ছ ভাবে গাছ কাটা ও তার জেরে কমে যাওয়া অরণ্য এর সংখ্যা। আর সেই গ্লোবাল ওয়ার্নিং এর থেকে বাঁচতে মানুষের কাছে বৃক্ষ রোপনের বার্তা দিতে এবার নিজেদের পূজা মণ্ডপ কে ছোট অরণের রূপ দিলো রানাঘাট রামনগর নব জাগরণ সংঘ ও লাইব্রেরী কালি পূজা কমিটি। আর গ্রামের মধ্যে ছোট্ট একটি অরণ্য দেখতে ভীড় জমাচ্ছেন দর্শনার্থীরা। রামনগর নবজাগরণ সংঘ ও লাইব্রেরী এর কালী পূজা এই বছর 52 তম বর্ষে পদার্পন করলো।