হবিবপুর: হবিবপুরে টোটো চালক একজোট হয়ে একগুচ্ছ দাবিতে ডেপুটেশন দিলেন হবিবপুর বিডিওর কাছে
রাজ্য সরকারের নতুন টোটো চলাচল সংক্রান্ত নিয়মের বিরুদ্ধে পথে নামলেন মালদার হবিবপুর ব্লকের টোটো চালকরা। বুধবার হাজার দু’য়েক টোটো চালক একজোট হয়ে একগুচ্ছ দাবিতে ডেপুটেশন দিলেন হবিবপুর বিডিওর কাছে এই দাবিদাওয়া ঘিরে দুপুরে হবিবপুর রাইস মিল মাঠ থেকে গণস্বাক্ষর-সহ দাবিপত্র নিয়ে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে বিডিও অফিসে গিয়ে শেষ হয়।