পুজোর পর হঠাৎ চাঞ্চল্যের কেন্দ্র পূর্বস্থলী ২ ব্লকের কমলনগর। সোমবার সকালে একটি নির্মীয়মাণ বাড়ির টিনের চালার পাশে ছয়টি তাজা বোমা পড়ে থাকতে দেখে রাজমিস্ত্রিরা চমকে ওঠেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পূর্বস্থলী থানার পুলিশ। পরে সিআইডি বোমস্কোয়াড এসে বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করে। পুলিশ সূত্রে জানা গেছে, কে বা কারা কী উদ্দেশ্যে বোমাগুলি সেখানে রেখেছিল, তা এখনও পরিষ্কার নয়। ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়ালেও, তদন্ত শুরু করেছে পুলিশ।