পুঞ্চা: পুঞ্চা ব্লক মোড় থেকে গোবিন্দপুর দিয়ে ব্রাক্ষণপাড়া পর্যন্ত প্রায় ৪.৫ কিমি রাস্তার পুনঃনির্মাণের কাজের উদ্বোধন করা হল
Puncha, Purulia | Oct 19, 2025 দীর্ঘ ৭বছর পর আবার রাজ্য সরকারের wbsrda তহবিল হইতে প্রায় ৯৯ লক্ষ্য টাকা ব্যয়ে পুঞ্চা ব্লকের ব্লক মোড় হইতে গোবিন্দপুর দিয়ে ব্রাক্ষণপাড়া পর্যন্ত প্রায় ৪.৫ কিঃমিঃ পুনঃনির্মাণের কাজের উদ্বোধন করা হলো।রবিবার সকাল ১০ টা নাগাদ এই কাজের শুভ উদ্বোধন করেন পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সহ এলাকার বিশিষ্টজনেরা।এই রাস্তা নির্মাণের ফলে সাধারণ মানুষের অনেক উপকার হবে বলে জানান সহকারী সভাধিপতি।