পান্ডুয়া: খন্নান এর ইটাচুনা বারওয়ারির দুর্গাপুজো এ বছর ১১৪ তম বর্ষে পদার্পণ করল
Pandua, Hooghly | Sep 29, 2025 খন্নান এর ইটাচুনা বারওয়ারির দুর্গাপুজো এ বছর ১১৪ তম বর্ষে পদার্পণ করল। আজ সোমবার সন্ধ্যা ৭ টা নাগাদ জানা যায় পান্ডুয়া ব্লকে ৪০০র অধিক বারোয়ারি দুর্গাপুজো হয়ে থাকে তার মধ্যে খন্নানের ইতাচুনা বারোয়ারি অন্যতম। দীর্ঘ বছর ধরে এখানে জাঁকজমকভাবে হয়ে আছে দুর্গাপূজা। গতকাল এই পুজো আনুষ্ঠানিক উদ্বোধন করেন পান্ডুয়া থানার অফিসার ইনচার্জ পলাশচন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন বিশিষ্ট ,, জো