ময়নাগুড়ি: হেলাপাকড়িতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন দুটি পরিবারের মোট ১২ জন সদস্য
হেলাপাকড়িতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন দুটি পরিবার।ময়নাগুড়ি ব্লকের পদমতি ২ এর 16/274 নং বুথে বিকাশ সেন ও জীবন সেনের পরিবারের মোট 12 জন সদস্য বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা নাগাদ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই যোগদান পর্বে উপস্থিত থেকে ময়নাগুড়ি দুই তৃণমূল কংগ্রেস সভাপতি শিব শংকর দত্ত বলেন, আজকে পদমতি 2 এর ১৬/২৭৪ বুধে দুটি পরিবার তৃণমূলে যোগদান করলেন তারা দীর্ঘদিন ভারতীয় জনতা পার্টি করেছিল, তাদের যোগদানে আমাদের দল শক্তিশালী হলো