সীতাই: বুড়া ধরলা নদীতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া ৭বছরের শিশু কন্যার দেহ উদ্ধার
বুড়া ধরলা নদীতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া শিশু কন্যার দেহ উদ্ধার। বৃহস্পতিবার সকাল ৮:৪৪ মিনিট নাগাদ দিনহাটা থানার তরফে এই তথ্য নিশ্চিত করা হয়। জানা গেছে গতকাল দুপুর আনুমানিক ২:৩০ মিনিট নাগাদ গোসানিমারী দুই গ্রাম পঞ্চায়েতের ছোট নলধোন্দ্রা গ্রামের সুরজিৎ মোদকের ৭বছরের শিশু কন্যা বুড়া ধরলা নদীর স্নান করতে নেমে তলিয়ে যায়। বহু খোঁজাখুঁজি করেও কোন খোজ মেলেনি। আজ সকালে স্থানীয় মানুষজন নদীতে নেমে তলিয়ে যাওয়া শিশু কন্যার দেহ উদ্ধার করে।