দাসপুর ১: দাসপুরের রাজনগরে আয়োজিত হলো AIDWA বা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির আঞ্চলিক কমিটির ৩ য় সম্মেলন
AIDWA বা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির আঞ্চলিক কমিটির ৩ য় সম্মেলন আয়োজিত হলো দাসপুরে। সম্মেলনের আগে প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন - AIDWA এর পশ্চিম মেদিনীপুর জেলা মহিলা সমিতির নেত্রী কমরেড পাপিয়া রায চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা।