বারাসাত ১: শ্যামা পুজোর থিমে স্যান্ড আর্ট, মানুষের মন জয় করল দত্তপুকুর সৃজনী পল্লী জাগৃতি ক্লাব সংগঠন
বারাসাতের সাথে তাল মিলিয়ে দীপাবলীর থিম পুজোতে এগিয়ে দত্তপুকুর, উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের দত্তপুকুর সৃজনী করলি জাগৃতি, ২০২৫ সালে তাদের পুজোর থিম ভাবনাই উঠে এসেছে উড়িষ্যার স্ট্যান্ড আর্ট, বলা যেতে পারে উড়িষ্যার স্ট্যান্ডহাট এবার বাংলার মাটিতে, পুজো মন্ডপ ঘিরে রয়েছে একাধিক সেন্টার, বালি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত সংগীতশিল্পী জুব