রানিবাঁধ: নতুন রূপে সাজছে বাঁকুড়ার রানি মুকুটমণিপুর, কংসাবতী জলাধারের পাড়ের রাস্তায় পথচিত্র ও রঙিন আলপনা
পর্যটকদের নজর কাড়তে মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের বিশেষ উদ্যোগ কংসাবতী জলাধারের পাড়ের রাস্তার ওপর আঁকা হচ্ছে রঙিন আলপনা। স্থানীয় শিল্পীদের হাতে ফুটে উঠছে নৌকা, ময়ূর, হরিণ, মাছসহ এলাকার পরিচিত বৈশিষ্ট্য। ১৫ জন শিল্পীর দল ৩৩০ মিটার রাস্তা জুড়ে ১৫ দিনের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে। পর্যটক ও স্থানীয়রা নতুন আকর্ষণ দেখে উচ্ছ্বসিত। সবাই আশা করছেন, পর্যটন মরশুমে মুকুটমণিপুরের পরিচিতিতে এই পথচিত্র যোগ করবে নতুন মাত্রা।