কাঁকসা: কাঁকসার দু নম্বর কলোনি এলাকায় জঙ্গলে গাছের ডাল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার,ঘটনাস্থলে পুলিশ
জঙ্গলে গাছের ডাল থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কাঁকসার দু নম্বর কলোনি এলাকায়।যদিও ওই যুবকের নাম পরিচয় পাওয়া যায় নি।রবিবার সকালে এলাকার বাসিন্দারা জঙ্গলে ওই যুবক কে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কাঁকসা থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায়।স্থানীয়রা জানিয়েছেন,মৃত ব্যক্তি এলাকার কেউ না।হয়তো বাইরে থেকে এসে জঙ্গলের মধ্যে আত্মহত্যা করে থাকতে পারে।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে।